EMI POLICY

টেক অ্যান্ড গিয়ারের ইএমআই [EMI] সুবিধাসমূহ :

আপনার পছন্দের স্মার্টফোন এখন আরও সহজে কিনুন টেক অ্যান্ড গিয়ারের ইএমআই (Equated Monthly Installment) সুবিধার মাধ্যমে।

EMI ব্যাংকসমূহ:

টেক অ্যান্ড গিয়ারে নিম্নোক্ত ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই করা যাবে:

1. South-East Bank Limited

2. The City Bank Limited

3. Standard Bank Limited

4. Standard Chartered Bank (SCB)

5. Mutual Trust Bank Limited

6. Eastern Bank Limited (EBL)

7. Lanka Bangla Finance

8. Bank Asia Limited

9. Dhaka Bank Limited

10. Meghna Bank Limited

11. Jamuna Bank Limited

12. Shahjalal Islami Bank Limited

13. National Credit & Commerce Bank Limited (NCC)

14. NRB Bank Limited

15. NRBC Bank Limited

16. South Bangla Agriculture Bank (SBAC)

17. Midland Bank Limited

18. United Commercial Bank (UCB)

19. Dutch Bangla Bank Limited (DBBL)


ইএমআই চার্জ:

৬ মাস: ৮.৫%

১২ মাস: ১২.৫%

১৮ মাস: শর্তসাপেক্ষে প্রযোজ্য

২৪ মাস: শর্তসাপেক্ষে প্রযোজ্য


শর্তাবলী:

ইএমআই করতে অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে।

ডেবিট কার্ড বা প্রি-পেইড কার্ডে ইএমআই প্রযোজ্য নয়।

ক্রেডিট কার্ড শপে নিয়ে আসতে হবে।

ইএমআই শুধুমাত্র ১০,০০০ টাকার উপরের পণ্যগুলোর জন্য প্রযোজ্য।

অনলাইন ক্রয়ে ইএমআই প্রযোজ্য নয়।

ইএমআই-এর কনভেনিয়েন্স ফি ফেরতযোগ্য নয়।

১৮ এবং ২৪ মাসের ইএমআই শুধুমাত্র নির্দিষ্ট ব্যাংক এবং পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।

ব্যাংকভেদে ৪ থেকে ৬ কর্মদিবসের মধ্যে কিস্তি ক্রেডিট কার্ডে রিফ্লেক্ট হতে পারে।


আপনার স্মার্টফোন কেনার অভিজ্ঞতাকে আরও সহজ ও সুবিধাজনক করতে আজই আসুন টেক অ্যান্ড গিয়ার, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেইজমেন্ট ২, শপ নং ২২-এ!

যোগাযোগ: ০১৬৭৭৭৭২৪২৪